লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো তুষভান্ডার ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ তুষভান্ডার ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
১) নাম - ৩নং তুষভান্ডার ইউনিয়ন পরিষদ ।
ক) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব নুর ইসলাম আহমেদ
খ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- রাজবাড়ী দূর্গা মন্দির।
গ) ঐতিহাসিক/পর্যটন স্থান – তুষভান্ডার রাজবাড়ী ও শিশুপার্ক।
ঘ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৪৪ ইং।
ঙ) নব গঠিত পরিষদের বিবরণ –
১) নির্বাচন -২৮-১১-২০২১
২) শপথ গ্রহণের তারিখ –১২-০১-২০২২
৩) চার্জ গ্রহণ - ১৬/০১/২০২২ ইং
৪) প্রথম সভার তারিখ – ১৬/০১/২০২২ ইং
৫) মেয়াদ উর্ত্তীনের তারিথ –
চ) গ্রাম সমূহের নাম –
কাশীরাম বৈরাতী চর-বৈরাতী
দক্ষিণ ঘনেশ্যাম উত্তর ঘনেশ্যাম পাইকানটারী
তুষভান্ডার মাঝিপাড়া সুন্দ্রাহবী
তালুক বানীনগর কাঞ্চনশ্বর
ছ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০জন।
২) আয়তন - ৩২ বর্গ কিলোমিটার(১৩.৫ বর্গ মাইল)।
৩) লোক সংখ্যা - ৫৬,২৯৮ জন।
৪) মৌজা - ০৯টি ।
৫) গ্রাম - ১০টি ।
৬) খানা/বাড়ী - ৯,১০৭টি।
৭) শিক্ষিতের হার - ৪৭.৬৯% ।
৮) স্বাক্ষরতার হার - ৮০% ।
৯) মহাবিদ্যালয় - ০২টি ।
১০)নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ০১টি ।
১১) সরকারী উচ্চ বিদ্যালয় - ০২টি ।
১২) বেসরকারী উচ্চ বিদ্যালয় - ০৫টি ।
১৩) সরকারী প্রাথমিক বিদ্যালয় - ০৯টি ।
১৪) বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় _ ১৪টি ।
১৫) সিনিয়র মাদ্রাসা - ০২টি ।
১৬) দাখিল মাদ্রাসা - ০৬টি ।
১৭) এবতেদায়ী মাদ্রাসা - ১০টি ।
১৮) হাফিজিয়া মাদ্রাসা - ০৯টি ।
১৯) শিশু নিকেতন - ০৪টি ।
২০) মসজিদ - ৯৫টি ।
২১) ঈদগাহ মাঠ - ১৮টি ।
২২) এতিম খানা - ০৪টি ।
২৩) মন্দির - ২৬টি ।
২৪) শ্মশান- ০৬টি ।
২৫) হাসপাতাল - ০১টি ।
২৬) টিকাদান কেন্দ্র - ২৪টি ।
২৭) পাকা রাস্তা - ২৮কিঃমিঃ ।
২৮) কাচা রাস্তা - ২২৭কিঃমিঃ ।
২৯) বাঁধ - ১১কিঃমিঃ ।
৩০) বিদ্যুৎ চালিত পাম্প -১০৮টি ।
৩১) গভীর নলকুপ - ০৪টি ।
৩২) মোট জমি - ৩৪৮০ হেক্টর ।
৩৩) আবাদী জমি - ৯৯৫ হেক্টর ।
৩৪) অনাবাদী জমি - ২১৪ হেক্টর ।
৩৫) পতিত জমি - ৫০ হেক্টর ।
৩৬) জলাশয় - ২৭ হেক্টর ।
৩৭) ফল বাগান - ২০ হেক্টর ।
৩৮) একফসলী জমি - ৮৭ হেক্টর ।
৩৯) দুই ফসলী জমি - ৪৪৪০ হেক্টর ।
৪০) তিন ফসলী জমি - ১৭৬৪ হেক্টর ।
৪১) পুকুর - ১০৬০টি ।
৪২) মৎস্য হ্যাচারী - ০২টি ।
৪৩) প্রান্তিক কৃষক - ৩৬৬৫ জন ।
৪৪) ক্ষুদ্র কৃষক - ৪৭৭ জন ।
৪৫) মাঝারী কৃষক - ৪৩৮ জন ।
৪৬) বৃহৎ কৃষক - ৮২ জন ।
৪৭) ভূমিহীন - ৩৪৬ জন ।
৪৮) সফল দম্পতির সংখ্যা - ৯০৪৮ জন ।
৪৯) পরিবার পরিকল্পনা গ্রহনকারী দম্পতির সংখ্যা - ৭০০১ জন ।
৫০) স্থায়ী পদ্ধতি গ্রহনকারী দম্পতির সংখ্যা - ১৩৩৩ জন ।
৫১) অস্থায়ী পদ্ধতি গ্রহনকারী দম্পতির সংখ্যা - ৫৬৬৮ জন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস